ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে নৌ শ্রমিকের গলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
ফরিদপুরে নৌ শ্রমিকের গলিত মরদেহ উদ্ধার

ফরিদপুর শহরতলীর সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দরে পদ্মা নদী থেকে চাঁন মিয়া (২৬) নামে এক নৌ শ্রমিকের গলিত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

ফরিদপুর: ফরিদপুর শহরতলীর সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দরে পদ্মা নদী থেকে চাঁন মিয়া (২৬) নামে এক নৌ শ্রমিকের গলিত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

 

রোববার (০৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

নিহত চাঁন মিয়ার বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচরের মৃধাডাঙ্গী গ্রামে।

ফরিদপুর ফায়ার স্টেশন মাষ্টার সাইফুজ্জামান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় সিঅ্যান্ডবি ঘাট নৌ বন্দরে কার্গো জাহাজে রঙ করার সময় নদীতে পড়ে যায় চাঁন মিয়া। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দলের সদস্যরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

রোববার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।