ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রৌমারীতে খাসজমি দখল নিয়ে সংঘর্ষে আহত ১৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
রৌমারীতে খাসজমি দখল নিয়ে সংঘর্ষে আহত ১৮

কুড়িগ্রামের রৌমারীর কোনাচিপাড়া গ্রামে খাসজমি দখল নিয়ে সংঘর্ষে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীর কোনাচিপাড়া গ্রামে খাসজমি দখল নিয়ে সংঘর্ষে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে শহিদুল ইসলাম সালু মাস্টার (৫০), ছাইদুর রহমান ছক্কু (৩৫), রাশেদুল ইসলাম (২২) নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোনাচি পাড়া গ্রামে খাসজমি দখল নিয়ে চাঁন মিয়া ও হাবিবুর রহমানের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৮ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম বাংলানিউজকে জানান, সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।