ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে নকল নবিসদের বিক্ষোভ

বরিশালে নকল নবিসদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
বরিশালে নকল নবিসদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশালে এক্সট্রা মোহরার নকল নবিসদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি পালন ও নগরীতে বিক্ষোভ করেছে নকল নবিসরা।

বরিশাল: বরিশালে এক্সট্রা মোহরার নকল নবিসদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি পালন ও নগরীতে বিক্ষোভ করেছে নকল নবিসরা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রেজিস্ট্রার অফিস চত্বরে কর্মবিরতি পালন করে বিক্ষোভকারীরা।



এ উপলক্ষে দুপুর ১২টার দিকে রেজিস্ট্রার অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিশ অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি সাইদুর রহমান, জেলা সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হুসাইন, সহ-সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আ. জলিলুর রহমান, সহ-সভাপতি শুষিল চন্দ্র মিস্ত্রী, আসাদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এমএস/এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।