কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ায় মো. আবু হানিফ ওরফে হাছু (৩৮) ডাকাতকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল এ কারাদণ্ডাদেশ দেন।
তিনি বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) হোসেনপুর উপজেলার চরপুমদী বাজারের পাশে নরসুন্দা নদীতে ৬ কিলোমিটার এলাকা অবৈধ বাঁধ অবমুক্ত করে ভ্রাম্যমাণ আদালত। পরে বৃহস্পতিবার বিকেলে হাছু ডাকাত পুনরায় বাঁধ নির্মাণ করেন।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে বাঁধ ভাঙতে যায়। এতে হাছু ডাকাত বাঁধ ভাঙতে বাঁধা দেয়। এ সময় পুলিশের সহায়তায় তাকে অস্ত্রসহ আটক করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এজি/পিসি