হিলি(দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বিএসএফ’ও বিজিবিকে বাংলাদেশের ৪৬তম বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জামিল বাসারের কাছে উপহারের মিষ্টিগুলো তুলে দেন।
পরে তারা একে অপরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেন। এসময় সেখানে বিএসএফের হিলি চেকপোস্ট কমান্ডার অজিৎ কুমার দে ও বিজিবির হিলি চেকপোস্ট কমান্ডার হাবিলদার রফিকসহ উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।
বিজিবি জয়পুরহাট-২০ ব্যটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে ভারতের ১৯৯ ও ১৮৩ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বরাবর দুই প্যাকেট এবং বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নানের পক্ষ থেকে বিএসএফের হিলি ডেলটা ক্যাম্প কমান্ডার ও হিলি জি কোম্পানি কমান্ডার বরাবর তিন প্যাকেট মিষ্টিসহ সর্বমোট পাঁচ প্যাকেট মিষ্টি বিজিবির পক্ষ থেকে বিএসএফকে উপহার দেওয়া হয়।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বলেন, আমাদের ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) ৫ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
পিসি/