ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে ট্রেনেকাটা পড়ে অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
সোনাইমুড়ীতে ট্রেনেকাটা পড়ে অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ট্রেনেকাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪২) এক যুবকের মৃত্যু হয়েছে।

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ট্রেনেকাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪২) এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ৭টার দিকে সোনাইমুড়ী বাজারের তানিয়া স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা ‘সমতল এক্সপ্রেস’ ট্রেনটি সোনাইমুড়ী বাজারে পৌঁছে। এসময় রেল লাইনের পাশ্ববর্তী তানিয়া স্টোরের সামনে দিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন ওই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, বাজারের ওপর দিয়ে যাওয়া রেল লাইনের দুইপাশ ঘেষে দোকানপাট ও ট্রেন আসার সময় জনগণের গতিরোধের জন্য লাইনের দুইপাশে কোনো গেট না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

চৌমুহনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সোনাইমুড়ি থানায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।