ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে সেতু উদ্বোধন করলেন সৈয়দ আশরাফ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
কিশোরগঞ্জে সেতু উদ্বোধন করলেন সৈয়দ আশরাফ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন ৪০ মিটার দীর্ঘ দুইলেন সেতুর উদ্বোধন করলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন ৪০ মিটার দীর্ঘ দুইলেন সেতুর উদ্বোধন করলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে তিনি এ সেতুর উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে মন্ত্রী কিশোরগঞ্জে ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন নরসুন্দা লেকসিটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এছাড়াও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস ও পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।