ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবশেষে দখল মুক্ত হচ্ছে রাজাঝির দিঘী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
অবশেষে দখল মুক্ত হচ্ছে রাজাঝির দিঘী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অবশেষে দখল মুক্ত হচ্ছে ফেনীর ইতিহাস, ঐতিহ্যের রাজাঝির দিঘী। উচ্ছেদ করা হচ্ছে দিঘীর চারপাশের অবৈধ স্থাপনা।

ফেনী: অবশেষে দখল মুক্ত হচ্ছে ফেনীর ইতিহাস, ঐতিহ্যের রাজাঝির দিঘী। উচ্ছেদ করা হচ্ছে দিঘীর চারপাশের অবৈধ স্থাপনা।

 

শনিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক পি কে এম এনামুল করিমের নেতৃত্বে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ  অভিযান শুরু হয়।

দীর্ঘদিন ধরে অবৈধ দখল আর দূষণে সৌন্দর্য হারাচ্ছিল দিঘীটি। এর আগে কর্তৃপক্ষ কয়েকবার দিঘীটি দখল মুক্ত করার উদ্যোগ নিলেও ব্যর্থ হয়।
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তবে, ১৫ ডিসেম্বর আবার দিঘীর চারপাশের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেয় জেলা প্রশাসন। সে অনুযায়ী শহরে মাইকিং করে ১৬ ডিসেম্বরের মধ্যে এসব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে বলা হয়। তা না হলে ১৭ ডিসেম্বর উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও জানানো হয়। তাই নির্ধারিত সময়ে অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় এ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বাংলানিউজকে জানান, দিঘীটিকে দখল মুক্ত করে সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা রয়েছে জেলা প্রশাসন, পৌরসভা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
 
এদিকে, উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা পুর্নবাসনের দাবি করেছেন প্রশাসনের কাছে।

এ ব্যাপারে ইউএনও এনামুল করিম বাংলানিউজকে জানান, ব্যবসায়ীদের দাবির কথা তিনি প্রশাসনের ঊর্ধ্বতনদের কাছে পৌঁছে দেবেন।

** দখল-দূষণে সৌন্দর্য হারাচ্ছে ফেনীর রাজাঝির দিঘী

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।