ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রমিক অসন্তোষ, স্থানীয় সংসদ সদস্যের ঘটনাস্থল পরিদর্শন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
শ্রমিক অসন্তোষ, স্থানীয় সংসদ সদস্যের ঘটনাস্থল পরিদর্শন

সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে ১০টি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এ খবরে ঢাকা ১৯-আসনের স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান উইন্ডি কারখানাসহ কয়েকটি কারখানা পরিদর্শন করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানান।

আশুলিয়া, সাভার: সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে ১০টি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

এ খবরে ঢাকা ১৯-আসনের স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান উইন্ডি কারখানাসহ কয়েকটি কারখানা পরিদর্শন করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানান।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি কয়েকটি কারখানা পরিদর্শন করেন।

আশুলিয়া শিল্প পুলিশ -১-এর পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, কয়েকদিন ধরে কয়েকটি নির্দিষ্ট কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এ কর্মবিরতি যেন সহিংসতায় রূপ না নেয় সেজন্য সর্তক রয়েছি। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, সাভারের স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান কারখানা পরিদর্শন করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।