ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আন্তর্জাতিক অভিবাসী দিবসে বরিশালে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৫, ডিসেম্বর ১৮, ২০১৬
আন্তর্জাতিক অভিবাসী দিবসে বরিশালে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে’ এই স্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস।

বরিশাল: ‘উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে’ এই স্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে বরিশাল সার্কিট হাউস থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়।

পরে অশ্বিনী কুমার হলে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল আলম।

সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ সাইফুল্লাহ মোহাম্মদ নাসিম, জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক হেলাল উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এমএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।