ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারীসহ ২৫ জন আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারীসহ ২৫ জন আহত

নড়াইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল: নড়াইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

আহতদের নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তাদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে নড়াইল থেকে মাওয়াগামী যাত্রীবাহী বাস (ফরিদপুর-ব- ০৫-০০৩২) শহরের অদূরে মালিবাগ মোড়ে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান  জানান, দুর্ঘটনার পর কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।