ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে খুদে শিক্ষার্থীদের ভর্তিযুদ্ধ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
রাজশাহীতে খুদে শিক্ষার্থীদের ভর্তিযুদ্ধ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহীর পাঁচটি সরকারি স্কুলে ভর্তির জন্য খুদে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ষষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছুদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাজশাহী: রাজশাহীর পাঁচটি সরকারি স্কুলে ভর্তির জন্য খুদে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ষষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছুদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আর তৃতীয় শ্রেণিতে পরীক্ষা নেওয়া হয় দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

সোমবার (১৯ ডিসেম্বর) তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছুদের পরীক্ষা নেওয়া হবে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত।

এবার প্রতি আসনের জন্য লড়ছে প্রায় ১৩ জন খুদে শিক্ষার্থী। এর মধ্যে তৃতীয় শ্রেণির প্রতি আসনের জন্য ১০ জন এবং ষষ্ঠ শ্রেণির প্রতি আসনের জন্য লড়ছে ১৮ জন শিশু।

তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির ৯১০টি আসনের জন্য আবেদন করেছে ১১ হাজার ৫৪৬ জন। এর মধ্যে তৃতীয় শ্রেণির ৬১০ আসনের জন্য আবেদন করেছে ৬ হাজার ১৪৯ জন। আর ষষ্ঠ শ্রেণির ৩শ’ আসনের জন্য আবেদন করেছে ৫ হাজার ৩৯৭ জন।
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও রাজশাহী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরা বাংলানিউজকে বলেন, এবার ভর্তির ক্ষেত্রে মোট ৯ শতাংশ কোটা রাখা হয়েছে।

মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য রয়েছে পাঁচ শতাংশ কোটা। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তান ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জন্য রয়েছে দুই শতাংশ। প্রতিবন্ধীদের জন্যও রয়েছে দুই শতাংশ কোটা।

মোট এক হাজার ২৬টি আসনের মধ্যে ৯৩টি আসন কোটায় সংরক্ষিত করা হয়েছে বলে জানান সদস্য সচিব।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এসএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।