ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ঘোড়দৌড় প্রতিযোগিতায় জয়ী তাসমিনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
নওগাঁয় ঘোড়দৌড় প্রতিযোগিতায় জয়ী তাসমিনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁয় ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতে নিয়েছেন তাসমিনা। ২৬ জন পুরুষ প্রতিযোগীকে পেছনে ফেলে এগিয়ে যায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাসমিনা।

 নওগাঁ: নওগাঁয় ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতে নিয়েছেন তাসমিনা।  ২৬ জন পুরুষ প্রতিযোগীকে পেছনে ফেলে এগিয়ে যায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাসমিনা।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে নওগাঁ হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহরের এটিম মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ।

ঘোড় সওয়ারী তাসমিনাকে নিয়ে নির্মিত সিনেমা গ্রিসের অলিম্পিয়া ফিল্ম ফ্যাস্টিভ্যালে স্থান পাওয়ার পর বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে সে। নওগাঁর ধামইরহাট উপজেলার বীরগ্রামের দরিদ্র ওবায়দুল হকের মেয়ে।

এটিম খেলার মাঠে সওয়ারী তাসমিনার ঘোড়েদৌড় দেখতে ভিড় করে হাজারো দর্শক।

এর আগে, সকাল ১১টার দিকে শহরের এটিম মাঠে জাতীয় পাতাকা ও ফেস্টুন উড়িয়ে দিবসের অন্যান্য কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক। এরপর সেখান থেকে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

পরে এক আলোচনা সভায় মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক এমপি, পৌর মেয়র নজমুল হক সনি, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আখতার, অধ্যাপক শরীফুল ইসলাম খান, এমএম রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারি। বিকেলে ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
পিসি/ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।