ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী রিপোর্টিং কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
রাজশাহীতে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী রিপোর্টিং কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত রাজশাহীর সাংবাদিকের নিয়ে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী রিপোর্টিং বিষয়ক পাঁচ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মশালা চলবে।

রাজশাহী: বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত রাজশাহীর সাংবাদিকের নিয়ে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী রিপোর্টিং বিষয়ক পাঁচ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মশালা চলবে।

রোববার (১৮ ডিসেম্বর) নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত চেজ রাজ্জাক সার্ভিস সেন্টারে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও জিআইজেড আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে দুর্নীতিবিরোধী অনুসন্ধান রিপোর্টিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মফিজুর রহমান ও একাত্তর টিভি চ্যানেলের পরিচালক (নিউজ) সৈয়দ ইশতিয়াক রেজা।

সোমবার (১৯ ডিসেম্বর) কর্মশালার দ্বিতীয় দিনে সেশন পরিচালনা করবেন, একাত্তর টিভি চ্যানেলের পরিচালক (নিউজ) সৈয়দ ইশতিয়াক রেজা, বিশিষ্ট সাংবাদিক জুলফিকার মানিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রদীপ কুমার পান্ডে।

কর্মশালায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের ২০ জন সিনিয়র সাংবাদিক অংশ নিচ্ছেন।

যার সমন্বয় করছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন, জিআইজেড’র অপারেশন ম্যানেজার আল রেজা। এছাড়া কর্মশালায় স্থানীয়ভাবে সমন্বয় করছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬

এসএস/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।