ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে এক ইউনানি কোম্পানিকে ৪ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
রাজধানীতে এক ইউনানি কোম্পানিকে ৪ লাখ টাকা জরিমানা

রাজধানীতে ইউনি ড্রাগ ফার্মাসিউটিক্যাল (ইউনানি) নামের একটি কোম্পানিকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা: রাজধানীতে ইউনি ড্রাগ ফার্মাসিউটিক্যাল (ইউনানি) নামের একটি কোম্পানিকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত র‌্যাব-১-এর উদ্যোগে ও ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, সঠিকভাবে মান নিয়ন্ত্রণ না করে ওষুধ উৎপাদন করার দায়ে দক্ষিণখান এলাকার ইউনি ড্রাগ ফার্মাসিউটিক্যাল (ইউনানি) কোম্পানিকে চার লাখ টাকা জরিমানা কর‍া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদফতরের ওষুধ তত্ত্ববধায়ক গোলাম কিবরিয়ার নেতৃত্বধীন বিশেষজ্ঞ দল ও র‌্যাব-১-এর উপ-সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।

 বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬

এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।