ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ঠাকুরগাঁও

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতার প্রাপ্ত বিজিবি সদস্য কাজিমুদ্দিনের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতার প্রাপ্ত বিজিবি সদস্য কাজিমুদ্দিনের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস ওই পরিবারের সদস্যের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় বর্ডার গার্ড ব্যাটালিয়ন হাসপাতালের পরিচালক লে. কর্নেল ফয়জুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।