কুষ্টিয়া: কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে বগিটি উদ্ধার করা হয়।
এর আগে বুধবার (২১ ডিসেম্বর) রাত সোয়া ১১টায় ট্রেনটি পোড়াদহ স্টেশনে ঢোকার আগে একটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পোড়াদহ স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, রাত সোয়া ১১টার দিকে পাবর্তীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ স্টেশনে ঢোকার আগে একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরে ট্রেন চলাচল সচল রাখতে আপ লাইন চালু রাখা হয়েছিল। সকাল সাড়ে আটটার দিকে বগিটি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
** কুষ্টিয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত
বাংলাদেশ সময়: ১২০০ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরএ