ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর বিমানে ক্রুটির মামলায় অপর ২ জনের আত্মসর্মপণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
প্রধানমন্ত্রীর বিমানে ক্রুটির মামলায় অপর ২ জনের আত্মসর্মপণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনার মামলায় অপর দুইজন আদালতে আত্মসর্মপণ করেছেন।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনার মামলায় অপর দুইজন আদালতে আত্মসর্মপণ করেছেন।

তারা হলেন- ইঞ্জিনিয়ার রোকনউজ্জান ও মেকানিক সিদ্দিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী সরকার জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, রাজধানীর উত্তরা ও রমনা এলাকায় অভিযান চালিয়ে মামলার ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট।

গ্রেফতার সবার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এমআইএই/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।