ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রসিক উপনির্বাচনে ভোটগণনা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
রসিক উপনির্বাচনে ভোটগণনা চলছে

রংপুর সিটি করপোরেশনের (রসিক) ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনের ভোটগণনা চলছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে এ ওয়ার্ডের চারটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

রংপুর: রংপুর সিটি করপোরেশনের (রসিক) ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনের ভোটগণনা চলছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে এ ওয়ার্ডের চারটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, নির্বাচনে ছয়জন ম্যাজিস্ট্রেট ও পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবিসহ চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা ছিল।

শান্তিপূর্ণভাবে ৬নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এখন ভোট গণনা চলছে।

সিটি করপোরেশনের বুড়িরহাট ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মারা যাওয়ায় ওয়ার্ড কাউন্সিলরের পদ শূন্য হয়। উপ-নির্বাচনে পাঁচজন কাউন্সিলর প্রার্থী অংশগ্রহণ করেছেন। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা নয় হাজার ৩শ’ ৬১ জন।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার আনোয়ারুল কবির বাংলানিউজকে বলেন, রাত ৮টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।