চাঁদপুর: চাঁদপুর শহরের পুরাণ বাজারে ডিজিটাল ওজন পরিমাপ যন্ত্রের লাইসেন্স না থাকায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মিরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় পুরাণ বাজারের আল্লাহার দান স্টোর, মেসার্স জেনারেল স্টোর, রফিক স্টোর, নৃত্য হরিসাহা স্টোর, মেঘনা স্টোর ও শাহজাহান স্টোরের মালিককে ২ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইএর চট্টগ্রাম অফিসের পরিদর্শক মো. মুকুল মৃধা বাংলানিউজকে জানান, পণ্য পরিমাপের যন্ত্র ঠিক আছে কিনা, প্রতি বছর বিএসটিআই থেকে যাচাই করে লাইসেন্স নবায়ন করতে হয়। লাইসেন্স নবায়ন না করায় এসব প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এজি