ঝিনাইদহ: বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল কৃষকের বিজয় উৎসব ও ঐতিহ্যবাহী লাঠিখেলা।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে স্বাধীন কৃষক সংগঠনের উদ্যোগে উপজেলার ডেফলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।
জেলার ২০ দলের খেলোয়াড় এ খেলায় অংশগ্রহণ করে। এসময় প্রদর্শন করা হয় ঢাক-ঢোল আর বাঁশির তালে তালে লাঠির নানা কসরত। ঐতিহ্য ধরে রাখা আর মানুষের আনন্দের খোরাক জোগাতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।
খেলা শেষে অনুষ্ঠিত হয় কৃষক সমাবেশ। স্বাধীন কৃষক সংগঠন ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক জয়েন উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মণ্ডল।
বিশেষ অতিথি ছিলেন-কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম ও সমন্বয়কারী হায়দার আলী।
পরে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত নানা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরবি/পিসি