লক্ষ্মীপুর: জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেছেন, ইজতেমার মাধ্যমে চারিত্রিক পরিবর্তন আসবে ও মানুষ কল্যাণের দিকে যাবে।
এছাড়া ধর্মীয় বিষয়গুলো প্রতিপালন করলে ধর্মীয় কর্মকাণ্ড আরও অগ্রসর হবে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) লক্ষ্মীপুর ইজতেমা প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, লক্ষ্মীপুরে এ প্রথম তিন দিনব্যাপী ইজতেমা হচ্ছে। এ ব্যাপারে তাবলিগ জামাতের মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় করে কাজ করে যাচ্ছি। নিরাপত্তায় পুলিশ তিন স্তরে কাজ করছে। সিসিটিভি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। স্বাস্থ্যসেবায় যাতে কোনো সমস্যা দেখা না দেয় সে দিকে নজর রয়েছে। পর্যাপ্ত মেডিকেল টিম গঠন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন-লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সহকারী পুলিশ সুপার শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ নুরুজ্জামান, লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, কমলনগর ওসি আকুল চন্দ্র বিশ্বাস ও ভবনীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি প্রমুখ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে লক্ষ্মীপুরে এ প্রথম তিন দিনব্যাপী ‘আঞ্চলিক’ বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। টঙ্গির তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের উপস্থিতি বেশি হওয়ায় এবার ৩২ জেলার অংশগ্রহণে তুরাগ তীরে ইজতেমা অনুষ্ঠিত হবে। বাকি ৩২ জেলা- জেলা ভিত্তিক ইজতেমা পালন করবে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে শুক্রবার থেকে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরবি/পিসি