লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে।
শুক্রবার ( ২৩ ডিসেম্বর) সকাল থেকে বাস-ট্রাক রিজার্ভ করে মুসল্লিদের ইজতেমা ময়দানে আসতে দেখা গেছে।
এছাড়াও পিকআপ, সিএনজি চালিত অটোরিকাশা এমনকি দলবেধে পায়ে হেটেও জুমার নামাজ আদায় করতে মুসল্লিরা আসছেন।
আয়োজকরা ধারণা করছেন জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যাবে। আগত মুসল্লিদের অজু করার জন্য ইজতেমা মাঠের চার পাশে ৯টি পুকুরে অস্থায়ী ঘাট নির্মাণ করা হয়েছে।
কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে জুমার নামাজসহ ইজতেমার আনুষ্ঠানিকতা পালনের জন্য প্রশাসন ও আয়োজকরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও নিরাপত্তায় থাকছে তিনস্তরের পুলিশ সদস্যরা।
শুক্রবার (২৩ ডিসেম্বর) প্রথমবারের মত লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ‘আঞ্চলিক’ বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে ভাবনীগঞ্জ সুতার গোপটা এলকায় ২৭ একর জমির ওপর বিশাল মাঠে ৩ লাখ মুসল্লির জন্য ইজতেমার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এজি/পিসি