ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইটভাটার কার্যক্রম বন্ধে নাগরিক সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
ইটভাটার কার্যক্রম বন্ধে নাগরিক সমাবেশ ইটভাটার কার্যক্রম বন্ধে নাগরিক সমাবেশ। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল ভূঞাপুর শিয়ালকোলে আঁখি ব্রিকস ইটভাটার সব কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা: টাঙ্গাইল ভূঞাপুর শিয়ালকোলে আঁখি ব্রিকস ইটভাটার সব কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও গ্রিন ভয়েসের সহযোগিতায় লেখক কলামিস্ট আবুল মকসুদের সভাপতিত্বে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাগরিক সমাবেশ থেকে বলা হয়, ভূঞাপুর থানা প্রশাসনের অনুমতি ব্যতীত পৌরসভা এলাকায় ইটভাটা স্থাপন করেছে স্থানীয় প্রভাবশালী নুরে আলম। যার ফলে আশপাশের কৃষি জমিগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে আরো হওয়ার সম্ভবনা রয়েছে।

বাপার যুগ্ম সম্পাদক শরিফ জামাল বলেন, আঁখি ব্রিকস একটা রূপক মাত্র, সারা দেশে হাজারো এইরকম অনুমোদনহীন ইটভাটা আছে। যেখানে প্রশাসনের উচিৎ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেখানে তারাই সাহায্য করছে এ মালিকদের।

তিনি আরো বলেন, এ ভাবে চলতে থাকলে ২০৫০ সালের পর কোনো কৃষি জমি থাকবেনা।

আবুল মকসুদ বলেন, দেশের যেখানে সেখানে যত্রতত্র ইটের ভাটা গড়ে উঠার ফলে পরিবেশেরর মারাত্মক ক্ষতি হচ্ছে। সারা দেশে পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে।

আঁখি ব্রিকস সর্ম্পকে তিনি বলেন, মালিকের পাশাপাশি যে প্রশাসন তাদের সাহায্য করেছে, তারা সবাই অপরাধী। তাদেরও আইনের আওতায় আনতে হবে, দেশের পরিবেশ রক্ষা করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী এলাকার সাধারণ নাগরিকসহ পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এসটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।