ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
বগুড়ায় মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ১১০ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়/ছবি আরিফ জাহান

বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ১১০ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বগুড়া: বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ১১০ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়।

জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের এমপি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, আব্দুল জলিল, মুনিরা সুলতানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (এএসপি) জমির উদ্দিন, মাহবুব হোসেন কাজল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রুহুল আমিন প্রমুখ।

সবশেষে জেলার স্থায়ী বাসিন্দা ১১০ জন বর্তমান ও অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে ক্রেস্ট দেওয়া হয় এবং পরে তাদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬

এমবিএইচ/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।