মুন্সীগঞ্জ লৌহজংয়ে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটটি ঘন কুয়াশায় বন্ধ রয়েছে।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ লৌহজংয়ে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটটি ঘন কুয়াশায় বন্ধ রয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে লৌহজংয়ে বিআইডব্লিওটিসি'র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি বাংলানিউজকে বলেন, ভোর সাড়ে ৫টা থেকে ফেরিগুলো বন্ধ রয়েছে।
১৪টি ফেরি সচল থাকলেও ঘন কুয়াশায় ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে না। নিরাপত্তার স্বার্থে আমরা ফেরিগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমলে ফেরি চালু করে দেবো। শীতের সময় প্রায় প্রতিদিন সকালেই ফেরি বন্ধ রাখতে হয়।
এদিকে, ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে শতাধিক গাড়ি। তবে কুয়াশা কমলেই ফেরি চালু করে দেওয়ার কথা জানান ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসএনএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।