ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকার ১০নং ওয়ার্ডের জেলা পরিষদ সদস্য নির্বাচিত সেলিম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
ঢাকার ১০নং ওয়ার্ডের জেলা পরিষদ সদস্য নির্বাচিত সেলিম ঢাকার ১০নং ওয়ার্ডের নির্বাচিত জেলা পরিষদ সদস্য সেলিম মন্ডল ও তার সমর্থকরা, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা জেলা পরিষদ নির্বাচনে ১০নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন সেলিম মন্ডল। হাতি প্রতীক নিয়ে ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে তিনি এ সদস্য নির্বাচিত হন। আর ৫৮ ভোট পেয়ে সংরক্ষিত সদস্য হয়েছেন শামীমা বাদশা।

সাভার (ঢাকা): ঢাকা জেলা পরিষদ নির্বাচনে ১০নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন সেলিম মন্ডল। হাতি প্রতীক নিয়ে ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে তিনি এ সদস্য নির্বাচিত হন।

আর ৫৮ ভোট পেয়ে সংরক্ষিত সদস্য হয়েছেন শামীমা বাদশা।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার মো. মেজবা উদ্দিন এ ফল ঘোষণা করেন।

সেলিম মন্ডলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সায়েম মোল্লা পেয়েছেন ৩৫ ভোট। সাধারণ সদস্য পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মহিলা সদস্য পদে লড়াই করেন তিনজন।

সকাল ৮টা থেকে সাভারের একটি কেন্দ্রে দু’টি বুথে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। মোট ১০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।