ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির প্রতিবেদন প্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির প্রতিবেদন প্রকাশ সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির প্রতিবেদন প্রকাশ-ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারি-২০১৩’র প্রকাশনা সেমিনার ও জেলা রিপোর্ট প্রস্তুত বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারি-২০১৩’র প্রকাশনা সেমিনার ও জেলা রিপোর্ট প্রস্তুত বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে বইয়ের মোড়ক উন্মোচন করেন-জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।

জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ফিরোজ ইবনে ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিন আলম খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) আবু নূর মো. শামসুজ্জামান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন প্রমুখ।

সেমিনারে ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে অকৃষিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রতিষ্ঠানে কর্মরত নারী-পুরুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।