ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে অস্ত্রসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
যশোরে অস্ত্রসহ আটক ২ আটক দু’জনের নাম ইমরান হাসান ও কাশেম। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ইছালি মাঝেরগাঁও গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন-সদর উপজেলার হাশিমপুর মধ্যপাড়ার ওয়াদুদ মোল্লার ছেলে ইমরান হাসান (২১) ও বাঘারপাড়ার বড় খুদড়া গ্রামের মৃত কোবাদ জোয়ার্দারের ছেলে কাশেম (৩৫)।

যশোর সিআইডি পুলিশের পরিদর্শক হারুন-অর-রশিদ বাংলানিউজকে জানান,  দুপুরে ইছালী ইউনিয়নের হাশিমপুর ওয়ার্ডের মেম্বর আল-আমীন হোসেন পনিকে গুলি করে তারই সম্পর্কে খালাতো ভাই কসাই আমজাদের ছেলে একাধিক হত্যা মামলার আসামি জুয়েল। বিষয়টি সিআইডি পুলিশ জানতে পেরে সন্ধ্যায় ইছালি মাঝেরগাঁও এলাকায় অভিযানে গেলে জুয়েল পালিয়ে যায়। এসময় ৯ দশমিক ৬৫ বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ইমরান ও কাশেমকে আটক করা হয়।

সিআইডির উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত অস্ত্র দিয়ে সদর উপজেলার শ্যামনগর গ্রামের বিএনপি নেতা ইদ্রিস আলীকে সাতমাইল বাজার এলাকায় হত্যা করা হয়। এছাড়া আটক ইমরান ওই এলাকার মানুষের কাছে ত্রাস ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।