এ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা, নাট্যানুষ্ঠান, থিয়েটার পদক, সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকর্মীদের।
শনিবার (৩১ ডিসেম্বর) রাতে শহরের কবি মোজাম্মেল হক টাউন হলে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, অধ্যক্ষ খালেদা খানম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ এম ফারুকুর রহমান, এমএ তাহের, অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি হাসেম মহাজন, সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ।
ভোলা থিয়েটারের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন ও সাবেক সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধন।
আলোচনা সভায় শেষে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় চরফ্যাশন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথকে ভোলা থিয়েটার পদক দেওয়া হয়।
এছাড়া নবনির্বাচিত জেলা পরিষদ আবদুল মমিন টুলু, জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন ও বরিশাল গ্রাম থিয়েটারের শুভাঙ্কর চক্রবর্তীকে সম্মাননা এবং ভোলা থিয়েটারের নাট্যকর্মী সন্তু দাসকে সংবর্ধনা দেয়া হয়।
পরে সেলিম আল দীনের রচনায় আনিক কুমার সাহার নির্দেশনায় ও ভোলা থিয়েটারের পরিবেশনায় নাটক ‘গ্রন্থিকগন কহে’ মঞ্চস্থ। এটি ছিলো ভোলা থিয়েটারের ২০তম প্রযোজনা।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন অতনু করঞ্জাই, শান্তা মুনিয়া, সন্তু দাস, আনোয়ার পারভেজ, আশিক পোদ্দার, বিপ্লব চন্দ্র দেবনাথ, সুপ্তি দাস, সায়মন জাফর, জুয়েল মজুমদার, নাঈম সমীর, ফাতেমা তুজ জোহরা, মৌমিতা শশী, আসিফ নিলয়, কপিল দে, নাসির লিটন, বিপ্লব দে, পলাশ মজুমদার, মাজহারুল ইসলাম তামিম ও শিপলু।
ভোলা থিয়েটারের বর্ণাঢ্য এ আয়োজনে নাট্যদর্শক, শিল্পবন্ধু ও শিল্পের পৃষ্ঠপোষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। আয়োজনের সবচেয়ে আকর্ষণ হিসাবে নাটক দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।
বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরইউ/এইচএ/