ইংরেজি নববর্ষ উপলক্ষে নেওয়া কড়া নিরপত্তা বলয়ে পুলিশ সদস্যের পাশাপাশি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন নারী পুলিশ সদস্যরা।
বর্ষবরণে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘ভি’ চিহ্ন প্রদর্শন করে উল্লাস প্রকাশ করছেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিরাপত্তার কাজে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির সদস্যরা দায়িত্ব পালন করেন। ছবিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদের সঙ্গে ছবি তুলতে দেখা যাচ্ছে। উন্মুক্ত স্থানে জমকালো অনুষ্ঠান করতে নিষেধাজ্ঞা থাকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে চলে উৎসব। ছবিতে মাস্টার দা সূর্য সেন হলের শিক্ষার্থীদের নেচে-গেয়ে, উল্লাস প্রকাশের মাধ্যমে বর্ষবরণ করতে দেখা যাচ্ছে। নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ে রাত ৮টার পর থেকে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়। কিন্তু তার আগে পরিবার নিয়ে নববর্ষ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে দেখা গেছে অনেককে। নববর্ষ বরণে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদের নেতৃত্বে সহকারী প্রক্টরদের ক্যাম্পাস পরিদর্শন করতে দেখা গেছে। বর্ষবরণে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সন্ধ্যা ৬টার পর থেকে ক্যাম্পাসের সব প্রবেশপথে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ছবিতে একজনের ব্যাগ তল্লাশি করতে দেখা যাচ্ছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যদেরও সক্রিয় অবস্থান দেখা যায়।
বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এইচএ/