ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারাভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
ঝিনাইদহে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারাভিযান শুরু ঝিনাইদহে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারাভিযান শুরু-ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারাভিযান শুরু হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকালে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বরে এ প্রচারাভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোকছেদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী, সহকারী উপ-পরিদর্শক জিএম হাফিজুর রহমান, শহীদুল ইসলাম, সাইদুল হক ও আব্দুল আজিজ খান প্রমুখ।

মাসব্যাপী প্রচারাভিযানকালে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা ও মাদকবিরোধী অভিযান চালানো হবে।

এ অভিযান ৩১ জানুয়ারি শেষ হবে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।