রংপুর সেনাবাহিনীর বিভাগীয় টিমের প্রধান ক্যাপ্টেন হাসিম বাংলানিউজকে জানান, খবর পেয়ে বিকেল পৌনে ৫টার দিকে রংপুর সেনাবাহিনীর বিভাগীয় বোমা ডিসপোজাল টিম এসে এটিকে উদ্ধার ও শনাক্ত করে। পরীক্ষা-নিরীক্ষা করে বস্তুটি বোমা নয়, একটি খেলনা বলে নিশ্চিত হওয়া গেছে।
বামনডাঙ্গা স্টেশন মাস্টার হাইয়ুল মিয়া বাংলানিউজকে জানান, সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার প্রতিবাদে এই উপজেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ছিল। হরতালের কারণে সকাল ৮টা থেকে বামনডাঙ্গা স্টেশনে আটকে ছিল বগুড়া মেইল ট্রেন। পরে সকাল ১১টার দিকে ট্রেনের নিচে বোমা সদৃশ একটি বস্তু পাওয়া যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর থেকে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও গাইবান্ধা পুলিশ প্রশাসন সেটিকে শনাক্ত বা উদ্ধার করতে পারেনি। পরে রংপুর সেনাবাহিনীর একটি বোমা ডিসপোজাল টিম এসে বস্তুটি উদ্ধার করে শনাক্ত করে।
এরপর বিকেল ৫টার দিকে এ দুই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় সব ট্রেনের সিডিউল বিলম্ব হয়েছে।
রংপুর সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিমের প্রধান ক্যাপ্টেন হাসিম জানান, আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ বস্তুটি ফেলে রেখে গেছে। এটিতে কোনো বিস্ফোরক দ্রব্য নেই।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এসআই