ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে শর্তসাপেক্ষে ব্যাটারিচালিত রিকশা চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
রাজশাহীতে শর্তসাপেক্ষে ব্যাটারিচালিত রিকশা চালু

রাজশাহী: রাজশাহী মহানগরীতে বন্ধ ঘোষণার একদিন পর বিকেল থেকে আবার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (০২ জানুয়ারি) শর্তসাপেক্ষে  ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে অনুমতি দেওয়া হয়।

দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের কর্মকর্তা ও ব্যাটারি চালিত রিকশা মালিকদের সঙ্গে বৈঠক করেন রাজশাহীর সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

পরে বিকেলে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সবাই জড়ো হলে অটোরিকশা চলাচলের ঘোষণা দেন লিটন।

বৈঠকে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযিমের পক্ষে উপস্থিত ছিলেন- আবু ছালে মো. নুরে সাঈদ। এছাড়া ২ নম্বর ওয়ার্ড কাউন্সিল মাহবুব সাঈদ টুকু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান।

রিকশা চলাচলে শর্তগুলো হচ্ছে- ব্যাটারি চালিত রিকশার গতি ২০ এর উপর তোলা যাবে না। দুই মাসের মধ্যে অবশ্যই পা ব্রেক লাগাতে হবে। এক বছরের মধ্যে ব্যাটারি চলিত রিকশার মডেল পরিবর্তন ও মোটা চাকা লাগাতে হবে। সিটি করপোরেশন থেকে লাইসেন্স করা ৫ হাজার ৪শ’ ৪৪টি ব্যাটারি চালিত রিকশার অতিরিক্ত রিকশা চালানো যাবে না। অবৈধ লাইসেন্সধারী ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে হবে। বাইরের ব্যাটারিচালিত রিকশা মহানগরীর ভেতর প্রবেশ করতে পারবে না। মালিক ও শ্রমিক মিলিতভাবে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে এবং চার থানায় এ ধরণের চারটি কমিটি করতে হবে। এসব কমিটি কোনো ক্রমেই মালিক ও শ্রমিকের নিকট হতে কোনো চাঁদা আদায় করতে পারবে না।

এছাড়া ব্যাটারিচালিত রিকশা লাইসেন্স ফি বর্তমানে যা আছে তা বাড়ানো যাবে না এবং রাসিকের লাইসেন্স প্লেট, অ্যাম্বুস, মনোগ্রাম ও নম্বর প্লেট করতে হবে।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসএস/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।