ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজালালে ১২ সোনারবারসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
শাহজালালে ১২ সোনারবারসহ যাত্রী আটক

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১২টি সোনারবার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকালে সোনাসহ ঐ যাত্রীকে আটক করেন শুল্ক গোয়েন্দারা।  

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে জানান, সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার পায়ুপথে বিশেষ কায়দায় লুকানো ১২টি সোনারবার উদ্ধার করা হয়।

 

এর আগেও একই উপায়ে সোনা চোরাচালান করতে গিয়ে অনেকেই আটক হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
  
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এসটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।