ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আনোয়ারাকে ফিরে পেতে মায়ের আকুতি

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১২, জানুয়ারি ৫, ২০১৭
আনোয়ারাকে ফিরে পেতে মায়ের আকুতি

সাতক্ষীরা: ভাগ্যের চাকা ঘুরাতে সৌদি আরবে যাওয়ার জন্য মন স্থির করেছিলেন সাতক্ষীরার কলারোয়া হাইস্কুল এলাকার অমর আলীর মেয়ে আনোয়ারা (২৫)।

সে অনুযায়ী স্থানীয় জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোয় যোগাযোগও করেছিলেন তিনি। সব কিছুই ঠিক ঠাক এগুচ্ছিল।

কিন্তু দালালের খপ্পরে পড়ে যান পাসপোর্ট করতে গিয়ে। তারপর আর জনশক্তি অফিসে যাওয়া হয়নি। আনোয়ারার কাছ থেকে অল্প কিছু
টাকা নিয়ে তাকে তিন মাসের ভিসায় তাকে সৌদি আরবে পাঠিয়ে দেয় দালালরা।

সেখানে যাওয়ার পর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছেন। এভাবেই কেটে গেছে সাত মাস। বর্তমানে আনোয়ারা দেশে ফিরতে চান।

মোবাইলে মেয়ের অসহায় অবস্থার কথা শুনে তাকে ফিরে পেতে ছবি নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন আনোয়ারার মা নাছিমা।

কলারোয়া হাইস্কুল এলাকার অমর আলীর স্ত্রী নাছিমার অভিযোগ, সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরের আব্দুর রহিম, তারালির সোনা শেখ, যশোরের ঝিকরগাছার আব্দুল গনি, সাতক্ষীরা শহরের ভিসা এজেন্ট সুভাষ চৌধুরী ও ঢাকার নুর ইসলাম নামে কয়েকজন আনোয়ারাকে চাকরি দেওয়ার নামে পাচার করে দেয়।

তিনি আরো জানান, এ ঘটনায় ওই দালালদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলেও আজও গ্রেফতার হয়নি পাচারকারীরা।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।