ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে জুয়াড়িদের আটক করে আদালতে সোর্পদ করার নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
ঝিনাইদহে জুয়াড়িদের আটক করে আদালতে সোর্পদ করার নির্দেশ

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার শৈলকুপা, হরিণাকুন্ডু ও মহেশপুরসহ বিভিন্ন এলাকার জুয়াড়িদের আটক করে আদালতে সোর্পদ করার আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) এ নির্দেশ দেন।

আদেশে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানা যায়, ঝিনাইদহ জেলা শহরের নিউ একাডেমি স্কুল মাঠ, শৈলকুপার বসন্তপুর, ভাটই বাজার, মহেশপুরের আজমপুর ও শৈলকুপা শহরে প্রকাশ্যে জুয়ার আসর বসানো হয়।

প্রকাশ্যে জুয়ার আসর বসানো ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ধারা অনুযায়ী দণ্ডণীয় অপরাধ।

এছাড়া জুয়াড়িদের বসানো এসব আসরে এলাকার মানুষ আসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে ও এলাকার আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে।

তাই ম্যাজিস্ট্রেট জুয়াড়ি ও জুয়া খেলার সরজ্ঞামাদি আটক করে আদালতে সোর্পদ করার আদেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।