ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাণিজ্য মেলায় তুরস্কের আলো ২ লাখ টাকা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
বাণিজ্য মেলায় তুরস্কের আলো ২ লাখ টাকা! বাণিজ্য মেলায় তুরস্কের প্যাভিলিয়নে ঝাড়বাতি। ছবি: রানা

ঢাকা: চলছে বাণিজ্য মেলার ৫ম দিন। মেলার ১৮ নম্বর প্যাভিলিয়নে এলেই নানা আলোয় চোখ ধাঁধিয়ে যায়। ১৮ নম্বর প্যাভিলিয়নটি তুরস্কের। টারকিস নানা রঙের আলো কেনার ক্ষমতা না থাকলে ২ লাখ টাকার ঝাড়বাতি দেখতে অনেকেই আসেন প্যাভিলিয়নটিতে।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বাণিজ্য মেলায় দেখা যায় এই ঝাড়বাতি। দাম দুই লাখ টাকা।

মেলায় আসা বেশিরভাগ দর্শনার্থীর কেনার সক্ষমতা নেই। তবুও ঝাড়বাতিটি একবার দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন টারকিস প্যাভিলিয়নে।

প্যাভিলিয়নটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলানিউজকে বলেন, বরাবরই মেলার আকর্ষণে থাকে তুরস্কের প্যাভিলিয়ন। কারণ এই প্যাভিলিয়নে নানা রঙের ঝাড়বাতি, আয়না, অলঙ্কার, তৈজসপত্র থাকে যা সচারাচর বাজারে পাওয়া যাবে না। এবার এই প্যাভিলিয়নে ২ লাখ টাকা মূল্যের একটি ঝাড়বাতি আনা হয়েছে। এটি বিশেষ ধরনের ক্রিসটাল দিয়ে তৈরি হয়েছে। দর্শনার্থীরা অনেকেই আসছেন কেবলমাত্র ঝাড়বাতিটি দেখার জন্য।  

তুরস্কের প্যাভিলিয়নে ঝাড়বাতিএছাড়াও টারকিস প্যাভিলিয়নে রয়েছে মনোমুগ্ধকর আলোকসজ্জার জন্য তৈরি লাইট। এসব লাইটের দাম পড়বে ২ হাজার টাকা থেকে লাখ টাকা। রয়েছে নানা ডিজাইনের আয়না। এসব আয়নার দাম ৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। টারকিস প্যাভিলিয়নটিতে রয়েছে দেশটির ঐতিহ্যবাহী নানা অলঙ্কার। এসব অলঙ্কার কিনতে ক্রেতাদের খরচ করতে হবে  ৩শ টাকা থেকে ৫ হাজার টাকা।

প্যাভিলিয়নটির অন্যতম আকর্ষণ ইভিল আই অর্থাৎ শয়তানের চোখ। ১৫ ধরনের শয়তারের চোখ এসেছে বাণিজ্য মেলায়। কথিত আছে, পাথর দিয়ে তৈরি 
গোলাকৃতি এসব চোখ ঘরে ঝুলিয়ে রাখলে খারাপ নজর থেকে রক্ষা পাওয়া সম্ভব।  

বিক্রেতা রাজু আহমেদ জানান, টারকিস এসব  ইভিল আই বা শয়তানের চোখের দাম ২শ টাকা থেকে ৫ হাজার টাকা। ক্রেতারা সাধারণ ওয়ালমেটে তৈরি ইভিল আই বেশি নিতে চান। তাছাড়া ঘড়ি, ব্রেসলেট বা চাবির রিঙের মাধ্যমে নেয়া যাবে শয়নের চোখ।  

রাজধানীর শেরে বাংলানগরে পহেলা জানুয়ারি পর্দা উঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ এর।

তুরস্কের প্যাভিলিয়নে ঝাড়বাতিরোববার (০১ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এ মেলা শুরু হয়েছে। যা চলবে গোটা জানুয়ারি মাস জুড়ে।

মেলায় বিশ্বের বিভিন্ন দেশের স্টল রয়েছে। যেখানে ক্রেতা বা ভোক্তারা তাদের পছন্দ অনুযায়ী দেশি-বিদেশি পণ্য কিনতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
ইউএম/পিসি

**বাণিজ্য মেলায় শিশুদের পছন্দ 'ডকুমেন্টক্যাশ' 

**বাণিজ্য মেলায় রোদের হাসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।