ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভূমিকম্প মোকাবেলায় বিল্ডিং কোডের বাস্তবায়ন জরুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
ভূমিকম্প মোকাবেলায় বিল্ডিং কোডের বাস্তবায়ন জরুরি ভূমিকম্প বিষয়ক সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ/শাকিল আহমেদ

ঢাকা: জাতীয় বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করলে অনেকাংশে ভূমিকম্প রোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ।

রোববার (০৮ জানুয়ারি) রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে বেসরকারি সংস্থা অ্যাকশন এইড ও ন্যাশনাল অ্যালাইন্স ফর রিস্ক রিডাকশন অ্যান্ড রেসপন্স ইনিশিয়েটিভ’র যৌথভাবে  আয়োজিত ‘ভূমিকম্পে সাড়াদান ও প্রস্তুতি: ঘাটতি ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

রিয়াজ আহমেদ বলেন, ‘বিগত ১২০ বছরে কোনো ধরনের ভূমিকম্প মোকাবেলা করতে হয়নি।

তাই প্রাকৃতিক দুর্যোগ হিসেবে সব সময় আমরা বন্যাকেই প্রাধান্য দিয়ে থাকি। এবং তা প্রতিরোধে অনেকাংশে সফলও হয়েছি। বর্তমানে আমাদের সামনে ভূমিকম্প একটি বড় হুমকি। এটা প্রতিরোধে বর্তমান সরকারের পাশাপাশি সবাইকে সোচ্চার হতে হবে।

তিনি বলেন, ভূমিকম্প রোধে একটি প্রশিক্ষণ ফার্ম চালুর কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই তার কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে আমরা সচেতনতার পাশাপাশি ভূমিকম্প রোধে করণীয় সম্পর্কে ধারণা দিতে পারবো।

ভূমিকম্প রোধে প্রস্তুতি সম্পর্কে রিয়াজ আহমেদ বলেন, গত ৩ বছর আগেও আমাদের ভূমিকম্প রোধের সরঞ্জামাদি ছিলো না। ইতোমধ্যে ২২০ কোটি টাকার ভারী যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে এবং আগামীতে আরও ৫০০ কোটি টাকার যন্ত্রপাতি ক্রয় করা হবে। এছাড়া বিশ্ব ব্যাংকের সহায়তায় 'আরবান রিসাইলেন্স' নামে একটি প্রকল্পের কাজ চালু রয়েছে।

অ্যাকশন এইড বাংলাদেশের পরিচালক ফারাহ কবিরের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার এ এম নাসির উদ্দিন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, আরবান রিসাইলেন্স প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার ড. তারিক বিন ইউসুফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এএম/ওএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।