ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিম্নমানের সামগ্রী ব্যবহার, তামান্না ট্রেডার্সের বিল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
নিম্নমানের সামগ্রী ব্যবহার, তামান্না ট্রেডার্সের বিল আটক নিম্নমানের সামগ্রী ব্যবহার, তামান্না ট্রেডার্সের বিল আটক-ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ধসে পড়া নওপাড়া নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তামান্না ট্রেডার্সের নির্মাণাধীন পাঁচটি বিদ্যালয়ের বিল আটকে দেওয়ার ঘোষণা দিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সর্দার।

রোববার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়।

আজিম উদ্দীন সর্দার বাংলানিউজকে জানান, পিইডিপি-৩ এর আওতায় ও এলজিইডির তত্ত্বাবধানে ৬৩ লাখ ৫২ হাজার ৫শ’ টাকা ব্যয়ে নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ চলছে।

মেসার্স তামান্না ট্রেডার্সের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজটি করছেন স্থানীয় ঠিকাদার এমএ খালেক ও মোনায়েম হোসেন।

দুপুরে তিনিসহ গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজ জামান, গাংনী উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক ও উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার এহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেন।

আজিম উদ্দীন জানান, সরেজমিন দেখা গেছে, নিম্নমানের ইট, রড, বালু ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে। সিডিউল মোতাবেক কোনো উপকরণ ব্যবহার করা হয়নি। ঢালাইয়ের ক্ষেত্রে বালু, সিমেন্ট ও খোয়ার সমন্বয় করার যে নিয়ম রয়েছে সেটিও মানা হয়নি। ঢালাইয়ের কাজে সামান্য সিমেন্ট দিয়ে শুধু বালু ও নিম্নমানের খোয়া দেওয়া হয়েছে। সিমেন্টের পরিমাণ একেবারেই কম। যে কারণে ধসে পড়েছে বিল্ডিংয়ের চৌকি এবং সিঁড়ি। নির্মাণাধীন বিল্ডিং এ ব্যবহৃত নমুনা আলামত হিসেবে সংরক্ষণের জন্য সিলগালা করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সরকারি কোন কর্মকর্তা বা কর্মচারী এ অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান,  প্রধান প্রকৌশলী দেশে ফেরার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

এর আগে শনিবার (০৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নওপাড়া নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিংয়ের সিঁড়ি ঢালাইয়ের মাত্র ১৫ দিনের মাথায় ধসে মোক্তার হোসেন নামে এক শ্রমিক আহত হন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।