ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুলাভাইয়ের দেওয়া তথ্যে শ্যালকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
দুলাভাইয়ের দেওয়া তথ্যে শ্যালকের মরদেহ উদ্ধার

ঢাকা: মামাতো বোনের স্বামী রাহাতের (২২) দেওয়া তথ্যে ভিত্তিতে শ্যালক রাশেদ খানের (১৬) মরদেহ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৮ জানুয়ারি) বিকেলে পুলিশ জানায়, আটকের পর রাহাতের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে মরদেহ দেখতে আস‍া রাশেদের খালু হারুন-অর রশিদ বাংলানিউজকে জানান, ওমান যাওয়ার জন্য রাশেদ তার মামাতো বোনের স্বামী রাহাতকে সাড়ে ৩ লাখ টাকা দেয়।

তবে, টাকা নিয়েও বিদেশ না পাঠানোর কারণে রাহাতের সঙ্গে রাশেদের মনমালিন্য হয়। গত ২ জানুয়ারি থেকে রাশেদকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে তার স্বজনরা মোহাম্মদপুর থানায় একটি নি‍খোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের বিষয়ে স্বজনদের সন্দেহ হয় রাহাতকে। পরে শনিবার (০৭ জানুয়ারি) রাহাতকে আটক করে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলানিউজকে জানান,  এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

রাশেদ শরিয়তপুর জেলার গোসাইর হাটের চর মনপুরা গ্রামে আমিন খানের ছেলে। বর্তমানে সে রায়ের বাজাররের সাদেক সড়কের প্রেমতলার খান হোটেলে থাকেন।

এরআগে রোববার (০৮ জানুয়ারি) বেলা ১১টায় মরদেহটি উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এজেডএস/ওএইচ/পিসি

**
মোহাম্মদপুরে বস্তাবন্দি তরুণের মরদেহ উদ্ধার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।