রোববার (০৮ জানুয়ারি)রাত পৌনে ১০টার দিকে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কের্টের একটি ফাস্ট ফুড থেকে তাকে আটক করা হয়।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বাংলানিউজকে জানান,দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারসহ একটি অভিযানিক দল রাত পৌনে ১০টার দিকে খিলগাঁও তালতলা মার্কেট থেকে ঘুষের ৫০হাজার টাকাসহ হাতে নাতে মিজানুর রহমানকে আটক করে।
এ বিষয়ে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার বাংলানিউজকে বলেন, সড়ক ও জনপথ থেকে ইজারাগ্রহীতা মাইনুদ্দিন চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক রোববার রাতে এ অভিযান চালায়। এছাড়া মিজানুর রহমান লিজগ্রহীতা মাইনুদ্দিন চৌধুরীর তদন্ত রিপোর্ট দেওয়ার নামে ইতোপূর্বে ১ লাখ ৯০ হাজার টাকা ঘুষ নিয়েছেন এবং তিনি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আরো ৯ লাখ টাকা ঘুষ দাবি করেন। এরই পরিপ্রেক্ষিতে ইজারাদার দুদকে একটি অভিযোগ দায়ের করেন এবং ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদক আসামি মিজানুর রহমানকে হাতে-নাতে আটক করে।
তিনি আরো জানান, মিজানুর রহমানকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে এবং দুদকের ১৬১ ধারা ও ১৯৪৭ সালের ২নং আইনের ৫/২ ধারায় তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাইনুল ইসলাম বাংলানিউজকে বলেন, তার বিরুদ্ধে দুদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার মিজানুর রহমানকে আদালতে তোলা হবে।
বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এজে/এসএইচ