ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুর-সরিষাবাড়ী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
জামালপুর-সরিষাবাড়ী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী চট্টগ্রাম ৩৭ আপ ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হওয়ার দীর্ঘ ৯ ঘণ্টা পর জামালপুর-সরিষাবাড়ী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (০৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করার পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় কালিহাতী উপজেলার গোলাই এলাকায় ময়মনসিংহগামী চট্টগ্রাম ৩৭ আপ ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হয়।

টাঙ্গাইল ঘারিন্দা স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।