ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
পাবনায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

পাবনা: পাবনায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রেখা রানী বালো।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহম্মেদ।

সরকারের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, এমডিজি অর্জনে সফলতা ও এসডিজি বাস্তবায়নে জনগণকে উদ্বুদ্ধকরণসহ সব ধরনের উন্নয়নমূলক কার্যক্রম প্রান্তিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে এ মেলার আয়োজন।

মেলা উপলক্ষে সকালে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এডওয়ার্ড কলেজের মেলা চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

শোভাযাত্রা শেষে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন-পুলিশ সুপার জিহাদুল কবির, ডা. তাহাজ্জেল হোসেন সিভিল সার্জন পাবনা, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু চন্দন কুমার চক্রবর্তী ও পাবনা প্রেসক্লাবের সভাপতি শিক্ষাবিদ শিবজিদ নাগ প্রমুখ।

মেলাতে বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ প্রায় ৪০টি স্টল রয়েছে। মেলা চলবে ১১ জানুযারি পর্যন্ত।

মেলা প্রাঙ্গণের স্টলগুলোতে সরকারের উন্নয়ন কার্যক্রম এবং জেলা ও উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।