সোমবার (৯ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. ইমান আলী শেখ এ রায় দেন।
সাজাপ্রাপ্ত এনামুল সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের নারায়ণদিয়া গ্রামের হাবিবর রহমানের ছেলে।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল হক সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রায় ৮ বছর আগে এনামুলের সঙ্গে সিরাজগঞ্জ শহরের একডালা মহল্লার নুর আলমের মেয়ে কল্পনা খাতুনের (২২) বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। একপর্যায়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ২০১১ সালে ১৮ মে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে পালিয়ে যায় এনামুল।
এ ঘটনায় নিহতের চাচা রফিকুল ইসলাম বাদী হয়ে এনামুলসহ ৬ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
আরএ