সোমবার (৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নবাব আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনের সামনে সচিবালয়ে থেকে মিরপুর রুটে চলাচলকারী ওই বাসটিতে এ অগ্নিকাণ্ড হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ব ১১-৬২৫৪।
বিদ্যুৎ ভবন সংলগ্ন মোড়ে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিস বাংলানিউজকে জানান, গাড়িটা সচিবালয় থেকে ছেড়ে বিদ্যুৎ ভবনের সামনে আসতেই ভেতর থেকে ধোঁয়া বেরোতে থাকে। তখন চালক আগুন আগুন বলে চিৎকার শুরু করলে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে যান। এরপরই আগুন ধরে যায়। এসআই জানান, কেউ হতাহত হয়নি। তবে বাসে যাত্রীদের থাকা কিছু ব্যাগ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস হেডকোয়াটার্সের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার আবদুল জলিল বাংলানিউজকে বলেন, আমরা বিকেল ৫টা ৫ মিনিটে আগুনের খবর পাই। সঙ্গে সঙ্গে সচিবালয়, হেড হেডকোয়াটার্স ও বনানী থেকে দু’টি করে মোট ৬টি ইউনিট গিয়ে আগুন নেভায়। প্রাথমিকভাবে বলা যায়, ইঞ্জিনের ক্রটি থেকে আগুনের সূত্রপাত। এতে কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি না হলেও প্রায় প্রতিটি সিট পুড়ে গেছে।
বাসের যাত্রী মো. আতিকুর রহমান বলেন, আমি বাসের দোতলায় ছিলাম। ড্রাইভার আগুন আগুন বলে চিৎকার শুরু করলে সবাই হুড়োহুড়ি করে নেমে যাই, সে কারণে কেউ হতাহত হননি, তবে কিছু ব্যাগ পুড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭/আপডেট ১৭৪৬ ঘণ্টা
এমআইএইচ/জিএমএম/আইএ/এইচএ/