ঝিনাইদহ: ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড. রাশেদা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহ্ মোহাম্মদ আকরামুল হক, পরিবার-পরিকল্পনার উপ-পরিচালক ড. জাহিদুল ইসলাম।
এবারের মেলায় সরকারি ও বেসরকারি সংস্থার ৬৬টি স্টল স্থান পেয়েছে।
তিন দিনব্যাপী আয়োজিত মেলার দ্বিতীয় ও তৃতীয় দিন উপস্থিত থাকবেন ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল। এছাড়াও সার্বিক কার্যক্রম মনিটরিং করবেন ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ইসমাইল হোসেন ও উপ-সচিব মনিরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এজি/আইএ