ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ঝিনাইদহে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু ঝিনাইদহে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

ঝিনাইদহ: ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

 

এ উপলক্ষে সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড. রাশেদা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহ্ মোহাম্মদ আকরামুল হক, পরিবার-পরিকল্পনার উপ-পরিচালক ড. জাহিদুল ইসলাম।

এবারের মেলায় সরকারি ও বেসরকারি সংস্থার ৬৬টি স্টল স্থান পেয়েছে।

তিন দিনব্যাপী আয়োজিত মেলার দ্বিতীয় ও তৃতীয় দিন উপস্থিত থাকবেন ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল। এছাড়াও সার্বিক কার্যক্রম মনিটরিং করবেন ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ইসমাইল হোসেন ও উপ-সচিব মনিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।