ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে কলেজছাত্রীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
দিনাজপুরে কলেজছাত্রীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর: দিনাজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী খায়রুন নেছা মৌয়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দিনাজপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে কলেজের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আনজুমান আখতারের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে মৌয়ের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন-কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. জয়নুল আবেদীন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুর রশিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবেদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদা পারভীন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুদ্দিন এমরান, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনোরঞ্জন রায়, গণিত বিভাগের প্রভাষক এ কে এম রশিদুল হাসান, ছাত্রী সংসদের ভিপি তাসরিফা আশা, জিএস সুইটি আকতার প্রমুখ।

মানববন্ধনে কলেজের শিক্ষক ও ছাত্রীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।