সোমবার (০৯ জানুয়ারি) বিকেল তিনটায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হয়। এর আগে সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়।
এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, জেলা সিভিল সার্জন মো. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মোরশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শেখ মোহাম্মদ শাহ নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান ও সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন প্রমুখ।
এছাড়া, জেলার রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষে পৃথকভাবে উন্নয়ন মেলার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এনটি