ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘নাগরিক সেবার জন্যই উন্নয়ন মেলা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
‘নাগরিক সেবার জন্যই উন্নয়ন মেলা’ সিলেটে উন্নয়ন মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

সিলেট: নাগরিক সেবা পাওয়ার জন্য উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, সারা দেশে একযোগে উন্নয়ন মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী এর মাহাত্ম্য বলে দিয়েছেন। এখানে নতুন করে বলার কিছু নেই। আমরা মাত্র রুটিন অনুযায়ী কাজ করেছি। প্রধানমন্ত্রী আমাদের অর্জন, লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে বিস্তৃত বক্তব্য দিয়েছেন।

সোমবার (০৯ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব কথা বলেন।

জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আব্দুল মোমেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে এদিন দুপুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কার্যকরী পরিষদ কর্তৃক লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, দেশে এবার চাহিদার সমতুল্য চা উৎপাদন হয়েছে। এই উৎপাদন দীর্ঘস্থায়ী হলে বিদেশ থেকে চা আমদানি করা হবে না।

এ সময় অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের মতো পরিবর্তন আনা হবে।

অনুষ্ঠানে চা শ্রমিকদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, চা শ্রমিকদের দুঃখ দুর্দশায় আমাদের পাশে থাকা উচিত। তারা এই দেশের নাগরিক। আমরাও তাদের দুঃখ ঘোচানোর চেষ্টা করছি। তিনি বলেন, দেশে দারিদ্র্য হ্রাসে আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। গত ৮ বছরে দেশে দারিদ্র্য হ্রাসের হার ৩ শতাংশ থেকে সাড়ে ২২ শতাংশে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি চা শ্রমিকদের শিক্ষার মানোন্নয়নে এবং তাদের সন্তানদের মধ্য থেকে ২৫ ভাগ বেশি আসন দেওয়ার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে অনুরোধ করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির কার্যকরি পরিষদের সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।